গ্রাম্য আদালতে খানপুর ইউনিয়ন খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সপ্তাহে দুই দিন গ্রাম্য আদালতের কার্যক্রম পরিচালনা করা হয় । (১) শনিবার এবং (২) বুধবার। গ্রাম্য আদালতে বাদী পক্ষের লিখিত অভিযোগের মাধ্যমে বিবাদীপক্ষে আদালতে হাজির করা হয় এবং বাদী ও বিবাদী এবং সাক্ষীদের সাক্ষ্য অনুসারে সবার মতের ঐক্য গড়ে সকল অভিযোগ নিষ্পত্তি করা হয়। যেমন ঃ
১। জমি-জমা বিষায়ক ।
২। নারী নির্যাতন এবং যৌতুক বিষায়ক।
৩। মারামারি বিষায়ক।
৪। চুরি ও ডাকাতি বিষায়ক। আরও ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS